জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ডিপ্লোমা কোর্সকে স্নাতক (ডিগ্রি পাস) সমমানের দাবিতে আন্তর্জাতিক নার্সিং দিবস বয়কট করেছেন পটুয়াখালীর নার্সিং শিক্ষার্থীরা। তারা প্রতিষ্ঠানজুড়ে ঘোষণা দিয়েছেন কমপ্লিট শাটডাউনের।
সোমবার (১২মে) সকালে পটুয়াখালী নার্সিং ইনস্টিটিউট চত্বরে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের ব্যানারে নার্স শিক্ষার্থীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। ‘এইচএসসির পর ডিপ্লোমা নাই, ডিপ্লোমাকে ডিগ্রি সমমান চাই’—এই শ্লোগানে মুখর ছিল নার্সদের অবস্থানস্থল।
এ সময় বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স এস.এম. আজিজুল হক, শিক্ষার্থী মশিউর রহমান, মামুন মল্লিকসহ আরও অনেকে। বক্তারা জানান, এইচএসসি-পরবর্তী তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সগুলো এখনও স্নাতক সমমানের স্বীকৃতি না পাওয়ায় পেশাগত অগ্রগতি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে।
তারা বলেন, “আমাদের একমাত্র দাবি—ডিপ্লোমা কোর্সগুলোকে ডিগ্রি পাস সমতাভুক্ত করা। দাবি পূরণ না হলে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে।”
শেষে শিক্ষার্থীরা একাত্মভাবে জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত পূর্ণ শাটডাউন চালিয়ে যাবেন এবং প্রয়োজনে মহাসমাবেশসহ বৃহত্তর আন্দোলনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান আন্দোলনকারী নার্স শিক্ষার্থীরা।