জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ ডাকসু’র সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এর আগমন উপলক্ষে পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের বিশাল জনসভা ৬ সেপ্টেম্বর শুক্রবার বিকাল ৩ টায় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক সৈয়দ লিটু এর সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। এ জনসভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখবেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খান। এ ছাড়াও বক্তব্য রাখবেন জেলা ও উপজেলা শাখা সমূহের গণঅধিকার পরিষদ সমূহের নেতৃবৃন্দ।
উক্ত জনসভায় ২০ হাজার লোকের সমাগম ঘটবে বলে গণঅধিকার পরিষদ জেলা শাখার সদস্য সচিব মো. শাহ আলম জানান।