জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালী পৌরসভায় টিসিবির দোকানগুলোতে ক্রেতাদের উপচে পরা ভীড় লক্ষ্য করা গেছে। চাহিদার তুলনায় বরাদ্দ কম থাকায় ক্রেতাদের ভীড় বেশী বলে জানান টিসিবি’র ডিলারগণ।
আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) পটুয়াখালী পৌরসভার ১০ টি স্পটে টিসিবির ডিলাররা সরকারের বেঁধে দেয়া নির্ধারিত মূল্যে চাল, ডাল ও চিনি বিক্রির সময় দোকানগুলোতে চলমান ৩৯.০০ ডিগ্রী সেলসিয়াস তাপপ্রবাহ উপেক্ষা করে স্বল্পমূল্যে চাল, ডাল ও চিনি কেনার জন্য ক্রেতাদের প্রচন্ড ভীড় দেখা গেছে। একাধিক টিসিবির ডিলার জানান, এলাকায় চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় টিসিবির কার্ডধারী ছাড়াও ক্রেতা সাধারণ ভীড় করছে, আমাদের করার কিছু নাই।
টিসিবি’র তদারকের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী নাজির মোঃ সাব্বির হোসাইন জানান, পটুয়াখালী পৌরসভায় টিসিবি কার্ডধারী রয়েছে ৫,০১০ জন ক্রেতা। এই সংখ্যক কার্ডধারীর জন্য যে সব পন্য বরাদ্দ হয়, তা নির্ধারিত ১০ জন টিসিবি ডিলারের মাধ্যমে বিক্রয় করা হয়। আজ যে পন্য বিক্রি হয়েছে, তা মার্চ মাসের বরাদ্দ। এ মাসে সয়াবিন তেল বরাদ্দ না থাকায় সয়াবিন তেল বিক্রি হয়নি। তবে চিনি, ডাল ও চাল বিক্রি হয়েছে। পরবর্তীতে সয়াবিন তেল বরাদ্দ এলে বিক্রি করা হবে।
এদিকে সুশীল সমাজের একাধিক জন জানান, পটুয়াখালী পৌরসভায় প্রায় দুই লক্ষ মানুষ বসবাস করছে। এত সংখ্যক লোকের মধ্যে মাত্র ৫০১০ জনকে টিসিবির আওতায় আনা হয়েছ যা চাহিদার তুলনায় খুবই কম। টিসিবির কার্ডধারীর সংখ্যা বাড়ানো উচিৎ। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন সুশীল সমাজের প্রতিনিধিগণ।
প্রসঙ্গত, প্রতি কার্ডধারীর জন্য ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৭০ টা দরে এক কেজি চিনি ও ৬০ টাকা দরে দুই কেজি মুসরী ডাল বিক্রি হয়েছে আজ মঙ্গলবার।