সুনীল সরকার, পটুয়াখালীঃ সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে পটুয়াখালীতে গত এক সপ্তাহ ধরে টানা ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। তবে বিগত দিনের তুলনায় কিছুটা কমেছে বৃষ্টিপাতের পরিমান। বুধবার সকাল ছয়টা থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ২৪ ঘন্টায় ৫৮.৩ মিলমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে জেলা আবহাওয়া অফিস।
টানা বৃষ্টিতে জেলার বিভিন্ন নিচু স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেকের বাসা বাড়িতে পানি প্রবেশ করেছে। ভেসে গেছে অসংখ্য মাছের ঘের ও পুকুর। পানিতে তলিয়ে আছে বীজ তলা,ফসলী জমি সহ পৌর শহর অনেক এলাকার সড়ক। চরম দুর্ভোগে রয়েছে সাধারণ মানুষ। এদিকে লঘুচাপের প্রভাবে বেশ উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর। উপকূলীয় এলাকা দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
তাই পটুয়াখালীর পায়রা সহ দেশের সকল সমুদ্র বন্দরকে ০৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাছধরা ট্রলার সমূহকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।