জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ জুলাই) সকাল ১০ টায় পটুয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এস এম শাহাজাদা এর সভাপতিত্বে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ গ্রহন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ খালেদুর রহমান মিয়া, সদর উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি, সহকারী কমিশনার (ভূমি) চন্দন কর, জেলা জামাতের আমির এ্যাড. নাজমুল আহসান।
এসময় জুলাই আগষ্টের গনঅভ্যুত্থানে নিহত ও আহত পরিবারের সদস্যবৃন্দ, বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।