 
    
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডব, নৃশংসতা ও বর্বতার প্রতিবাদে এবং খুনিদের বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পটুয়াখালী জেলা জামায়াতে ইসলাম।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকাল ৫ টায় পটুয়াখালী পৌরসভার মোড় থেকে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল শুরু করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তিতাস মোড় নামক স্থানে মিছিল শেষ করে। সেখানে জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. শহিদুল ইসলাম কায়সারীর সঞ্চালনায় সমাবেশে, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের লগি-বৈঠার তান্ডব নৃশংসহত্যাকান্ড ও বর্বতার প্রতিবাদে এবং খুনিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমীর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মোঃ নাজমুল আহসান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, পৌর কমিটির আমীর মাওলানা আবুল বাশার ও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুল ইসলাম নুর প্রমুখ।
পরে উক্ত তান্ডবে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা জামায়াতে নায়েবে আমীর মোঃ মোশারফ হোসেন।