পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে ভবিষ্যৎ প্রজন্মের মেধা বিকাশের স্বার্থে শিক্ষা সিলেবাস থেকে অনৈসলামিক শব্দ ও অশ্লীল চিত্র বাতিল ও শিক্ষকদের ন্যায্য দাবীতে মানববন্দন করেছে জেলার জাতীয় শিক্ষক ফোরামের শিক্ষকবৃন্দ।
বৃহষ্পতিবার বিকাল ৪ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন পালনকালে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় কমিটির (বরিশাল) সাংগঠনিক সম্পাদক মাওলানা আর আই এম অহিদুজ্জামান, জেলা কমিটির সভাপতি মাওলানা আনসার উল্লাহ, সাধারণ সম্পাদক মাস্টার মো. জাহিদুল ইসলাম, জেলা ইসলামী আন্দোলনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা কাজী গোলাম সরোয়ার, সেক্রেটারী মাওলানা মু. নজরুল ইসলাম, শ্রমিক আন্দলনের সভাপতি মো. জসিম উদ্দিন প্রমুখ।