• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে জলবায়ু জনিত দুর্যোগ মোকাবেলায় জাগোনারীর কর্মশালা অনুষ্ঠিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৯৫ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী সদর উপজেলা এবং কলাপাড়া উপজেলায় জলবায়ু জনিত বিপদ থেকে জীবন ও জীবিকা রক্ষার জন্য আগাম প্রচার ও পদক্ষেপ গ্রহণ শীর্ষক প্রকল্প অবহিতকরণ এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ১২ টায় পটুয়াখালী উপজেলা পরিষদের মধুমতি হলরুমে উপজেলা পর্যায়ে এই প্রকল্প অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ।

অনুষ্ঠানের শুরুতে জাগোনারী প্রজেক্ট ম্যানেজার মোঃ মনিরুজ্জামান প্রিন্স কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য এবং প্রত্যাশিত ফলাফল নিয়ে ধারণা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন জাগোনারী প্রোগ্রাম ডিরেক্টর, মোঃ গোলাম মোস্তফা, ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জুয়েল আহম্মেদ। পরে সেইভ দ্যা চিলড্রেন ইন্টারন্যাশনালের কার্যক্রম সম্পর্কে ধারনা দেন এ্যাকশন প্রজেক্ট অফিসার এন্টিসিপেটরি এস এম নাঈম ইসলাম।

বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এখলাছুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বদরুল আমিন খান শামীম, ছোটবিঘাই ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন হাওলাদার প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, উপকূলীয় এলাকার বেরিবাঁধ সময়োপযোগী করে টেকসই করে সংস্কার করতে হবে। এগুলো ঠিক করতে হবে। মৎস্য চাষীদেরকে প্রয়োজনীয় প্রনোদনার ব্যবস্থা করে মাছ চাষে উৎডাহিত করতে হবে। ঘূর্নিঝড়ের সময় উপকূলবাসীকে নিরাপদ আশ্র‍য়মুখী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং দুর্যোগ মোকাবেলায় করনীয় সম্পর্কে জনগনকে আরো সচেতন করার জন্য সমন্বিত উদ্যোগ গ্রহনে সবাইকে কাজ করতে হবে।

কর্মশালার সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ডাঃ সঞ্জীব দাস সকল বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে উপকূলীয় এলাকা নিরাপদ করার জন্য সকলকে আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান।


আরও খবর পড়ুন: