পটুয়াখালী প্রতিনিধিঃ বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখালীতে ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার সকালে শহরের বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ আলাউদ্দিন শিশুপার্কে সমাবেত হন ছাত্রলীগের শত শত নেতাকর্মীরা। জেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তানভীর হাসান আরিফের সঞ্চালনায় আনন্দ মিছিল পূর্ব ছাত্র সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. আফজাল হোসেন, পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ, জেলা যুবলীগ সভাপতি অ্যাড. শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. জাহাঙ্গীর সিকদার, সাবেক সভাপতি ওমর ফারুক ভুঁইয়া, সাবেক সভাপতি মো. হাসান সিকদার।
পরে বেলুন ও পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সমাবেশ স্থল থেকে শোভাযাত্রা শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে কেক কাটেন নেতাকর্মীরা।