জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বাদুরা গ্রামে তালাকপ্রাপ্তা এক মহিলা (২১) গণ ধর্ষণের শিকার হয়েছে। মঙ্গলবার রাতে এ ঘটনায় পুলিশ একজনকে আটক করেছে।
পুলিশ জানায়, আউলিয়াপুর গ্রামের বিল্লাল সিকদারের তালাকপ্রাপ্তা মেয়ে পারিবারিক প্রয়োজনে রাত আনুমানিক ৭.৩০ মিঃ সময় নিজ বাড়ি থেকে পাশের বাড়ি সালমা আক্তারের বাড়িতে যাওয়ার পথে ওত পেতে থাকা কতিপয় দুর্বৃত্তরা জোরপূর্বক ধরে নিয়ে খালের পাড়ে বাগানে নিয়ে পালাক্রমে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় মহিলার ডাক চিৎকারে আশপাশের লোক এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায়। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। ।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় ওই মহিলার বাবা (বেল্লাল সিকদার) থানায় লিখিত অভিযোগ করেছেন। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মহিলার ডাক্তারি পরীক্ষা সহ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এ ঘটনায় মো. রাসেল মিঠু(৩০), মো. মিরাজ(২৮), রানা চৌকিদার(৩০), মো. নাজমুল(২২) ও শামীম মৃধাকে আসামী করে পটুয়াখালী সদর থানায় একটি এজাহার করেছেন বলে অভিযোগকারী বেল্লাল সিকদার জানান।