জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে পটুয়াখালীতে জেলা প্রশাসন ও বনবিভাগের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচী পালিত হয়েছে।
৩৬ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ১৯ জুলাই শনিবার বেলা ১১ টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে এক শহীদ এক বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন। এসময় পুলিশ সুপার মোঃ আনোয়ার জাহিদ, সিভিল সার্জন মোঃ খালেদুর রহমান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মো. মোহসীন উদ্দীন, বিভাগীয় বন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, জুলাই যোদ্ধাবৃন্দ এবং গন্যমান্য ব্যাক্তবর্গ উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন ও উপকুলীয় বন বিভাগ পটুয়াখালীর আয়োজনে এ কর্মসূচীতে জেলার গেজেটভুক্ত ২৪ জন শহীদের স্মৃতি সংরক্ষনে ২৪টি বৃক্ষ রোপণ এবং প্রতিটি বৃক্ষের পাশে শহীদের নামসহ তার অবদানের তথ্য সম্বলিত ফলক স্থাপন করা হয়।
এ বৃক্ষ রোপন উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, নতুন বাংলাদেশ বিনির্মানে ২৪ এর গণঅভ্যুত্থানে শহীদগণ তাদের জীবন আত্মাহুতি দিয়েছেন। তাদের এ অবদান ভোলার নয়। যারা জীবন দিয়েছেন তাদের আর ফিরে পাওয়া যাবে না, তবে এই বৃক্ষ দীর্ঘ বছর তাদের স্মৃতি বহন করবে।
উল্লেখ্য, ৩৬ জুলাই গণঅভ্যুল্থানে ঢাকা ও চট্রগ্রামসহ বিভিন্ন স্থানে পটুয়াখালী জেলার ৮টি উপজেলায় নিহত শহীদ ২৪ জন হলেন- মো. দুলাল সরদার, মো. বাচ্চু হাওলাদার, মো. রায়হান, মো. বশির উদ্দীন, মো. জাহাঙ্গীর হোসেন, মো. মেহেদী হাসান, মো. নবীন তালুকদার, মো. আমিন, মো. আকতারুজ্জামান নাঈম, মো. সাইদুল রহমান ইমরান, হৃদয় চন্দ্র তরুয়া, মো. জাহাঙ্গীর খান, মো. আতিকুল ইসলাম, মো. রাসেল, সাগর গাজী, মামুন হাওলাদার, মো. হাফেজ রাব্বি, মো. মিলন হাওলাদার, মো. জসিম উদ্দিন, জিহাদ হোসেন, মো. জাকির হোসেন, মো. বাবুল মৃধা, মো. আরিফুর রহমান ও মো. রাসেল। এদের সবার নামে একটি করে বিভিন্ন জাতের ২৪টি গাছের চারা রোপণ করা হয়।