জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নূরের উপর হামলা ও আহত ঘটনার প্রতিবাদে পটুয়াখালীতে গণঅধিকার পরিষদের মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ১০ টায় জেলা গণঅধিকার পরিষদের কার্যালয় থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ সমাবেশ করে।
এ সময় বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব শাহ আলম শিকদার, যুগ্ম আহবায়ক সাদ্দাম মৃধা, সহ-সভাপতি এম সোহেল রানা, তেজগাঁও কলেজ শাখা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক জাবের মাহমুদ, জেলা ছাত্র অধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ হোসেন ও জেলা যুব অধিকার পরিষদের সেক্রেটারি আব্দুর রহমান সহ আরও অনেকে।
বক্তারা ২৪ আন্দোলনের অন্যতম প্রধান নেতা ভিপি নূরের উপর হামলা করে রক্তাক্ত করার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।