জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ দি-পটুয়াখালী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে স্বল্প আয়ের দুই শতাধিক নারী-পুরুষের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল, ডাল, তেল ও আলু বিতরন করা হয়েছে।
সোমবার (২৯ জুলাই) সকাল ১০ টায় চেম্বার মিলনায়তনে দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ ও নৈরাজ্য ও চলমান কারফিউর কারণে অসহায় হয়ে পড়া বিভিন্ন বস্তি এলাকায় দুই শতাধিক স্বল্প আয়ের নারী-পুরুষের হাতে খাদ্য সহায়তা হিসেবে প্রতিজনকে ৫ কেজি চাল, আধা কেজি ডাল, আধা লিটার তেল ও ৩ কেজি আলু বিতরন করেন চেম্বারের সভাপতি মো. আবুল কালাম আজাদ।
এ খাদ্য বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন চেম্বারের পরিচালকমন্ডলীর সদস্য মো. মিজানুল আলম স্বপন, খন্দকার নুরুল ইসলাম, মো. হেলাল উদ্দিন, মো. ফারুক মৃধা, মো. দেলোয়ার হোসেন আকন, সঞ্জয় কর্মকার, মো. মোস্তাফিজুর রহমান, আরিফুর রহমান সোহাগ, মো. জামাল হোসেন প্রমুখ। এ খাদ্য সহায়তা পেয়ে খুশি স্বল্প আয়ের মানুষ।