 
    
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: খাদ্য অধিদপ্তর এর অধীন উপ-খাদ্য পরিদর্শক পদের নিয়োগ পরীক্ষায় পটুয়াখালীতে একজন বহিষ্কার। অনুপস্থিত রয়েছে ৬,৪০০ জন।
পটুয়াখালী জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, শনিবার উক্ত নিয়োগ পরীক্ষায় পটুয়াখালী, ভোলা ও বরগুনা জেলায় ১১,২৫৯ জন আবেদন করেছিল। এর মধ্যে পটুয়াখালীতে সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ ও লতিফ স্কুলসহ ১১টি কেন্দ্রে ৪,৮৫৯ জন অংশ গ্রহন করে। অনুপস্থিত থেকেছে ৬,৪০০ জন।
শের-ই-বাংলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নিয়োগ পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করায় একজনকে বহিষ্কার করা হয়েছে বলে জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উক্ত দপ্তর এর অধীন সারাদেশে ৪০২ জন উপ-খাদ্য পরিদর্শক নিয়োগ করা হবে। এতে ৪ লক্ষাধিক জন আবেদন করেছে বলে সূত্র জানায়।