জালাল আহমেদ, পটুয়াখালীঃ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে আসছে। দুঃস্থ ও নিম্ন আয়ের মানুষদের বিভিন্ন সময়ে মেডিক্যাল ক্যাম্পেইনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ মানবিক কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (৫ মে) সকাল ৯.৩০ ঘটিকা হতে বিকাল ৩ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রা পটুয়াখালীর আয়োজনে সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়ন এলাকায় মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করে। এ সময় প্রায় চার শতাধিক অসহায়, গরীব, দুঃস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান অনুষ্ঠানে কোস্ট গার্ড বেইস অগ্রযাত্রার অধিনায়ক ক্যাপ্টেন শাজাহান সিরাজ, (জি), পিএসসি, বিএন পরিদর্শন করেন। চিকিৎসা সেবার নেতৃত্বে ছিলেন সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেঃ কমান্ডার ডাঃ সাইয়ীদা আক্তার তরী। ফ্রি চিকিৎসা সেবায় সুবিধাভোগী নারী-পুরুষ ও শিশুরা কোস্টগার্ড সদস্যদের ধন্যবাদ জানান। এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে কোস্ট গার্ডের সিনিয়র মেডিক্যাল অফিসার সার্জন লেঃ কমান্ডার ডাঃ সাইয়ীদা আক্তার তরী জানান।