জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে গত কয়েকদিন যাবত তীব্র তাপদাহ চলমান রয়েছে। এই তীব্র তাপদাহ বেড়ে যাওয়ায় পথচারী, শ্রমজীবী, অসহায় ও দুঃস্থদের মাঝে লেমন জুস ও খাবার স্যালাইন বিতরণ করে আসছে বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী অঞ্চল।
বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী অঞ্চল এর অধিনায়ক ক্যাপ্টেন শাহজাহান সিরাজ, নির্বাহী কর্মকর্তা লেঃ কমান্ডার এম নজরুল ইসলাম ও সার্জন লেঃ সাইয়িদা আক্তার তরী এর নেতৃত্বে একদল কোস্টগার্ড সদস্যদের আয়োজনে পটুয়াখালী টু মির্জাগঞ্জ সড়কে গত ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড বেইজ অগ্রযাত্রা পটুয়াখালী অঞ্চল এর গেইটের সামনে পথচারী, শ্রমজীবী, অসহায় ও দুঃস্থদের মাঝে লেমন জুস ও খাবার স্যালাইন বিতরণ করেন এবং পান করানো হয়।
গত তিনদিনে তীব্র তাপদাহে অতিষ্ঠ সহাস্রাধিক পথচারী , শ্রমজীবী, অসহায় ও দুঃস্থদের মাঝে লেমন জুস ও খাবার স্যালাইন বিতরন করা হয়েছে বলে অধিনায়ক ক্যাপ্টেন শাহজাহান সিরাজ জানান। তীব্রদাহ না কমা পর্যন্ত এ মানবিক কার্যক্রম চলবে বলে কোস্টগার্ডের কর্মকর্তারা জানান। কোস্ট গার্ডের এ মহতি কার্যক্রমে খুশী এলাকাবাসী।