জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ কোটার বৈষম্য নিরসনকল্পে সংসদে আইন পাশের লক্ষ্যে জরুরী অধিবেশন আহবান ও ২৪ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)’র শতাধিক শিক্ষার্থী আজ রবিবার বেলা ১১ টার দিকে রাষ্ট্রপতি বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করেন।
পটুয়াখালীর দুমকী উপজেলা থেকে ১৫ কিলোমিটার দূরের জেলা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে জড়ো হন শিক্ষার্থীরা। পরে সেখান থেকে পদযাত্রাসহ প্রশাসকের কার্যালয়ে গিয়ে তারা কোটার যৌক্তিক সংস্কার দাবীর স্বপক্ষে স্মারকলিপি জমা দেন। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার এ স্মারকলিপি গ্রহণ করেন।