জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী এর পটুয়াখালীতে আগমন উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) সকাল ১০ টায় শহীদ মিনার সংলগ্ন মাঠে গণজমায়েতের আয়োজন করা হয়েছে। এ গণজমায়েতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী, বিমান বাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী। নিশ্চিত করেছেন জেলা বিএনপির নেতা মাকসুদ আহমেদ বায়জীদ পান্নাসহ জেলা বিএনপি ও যুবদলের একাধিক নেতৃবৃন্দ।