পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রনালয়ের স্মলহোল্ডার এগ্রিকালচারাল কম্পিটিটিভনেস প্রজেক্ট (এসএসিপি) এর বার্ষিক তদারক ও পর্যালোচনা বিষয়ক আঞ্চলিক কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ মার্চ) পটুয়াখালী সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর বরিশাল অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ শওকত ওসমানের সভাপতিত্বে আঞ্চলিক কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ি ঢাকা’র মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তর ঢাকা’র পরিচালক সরেজমিন উইং মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক প্রচিক্ষন উইং মো. খায়রুল আলম, পরিচালক প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং মোঃ রেজাউল করিম, পটুয়াখালী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার। আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামার বাড়ির উপ- পরিচালক মোঃ নজরুল ইসলাম, উপ- পরিচালক মোঃ হাসান ওয়ারিসুল কবীর, এসএসিপি এর পিডি ড. মো. এমদাদুল হক, প্রজেক্ট ম্যানেজার স্পেসালিস্ট ড. মো. হামিদুর রহমান।
এ আঞ্চলিক কর্মশালায় বরগুনা ও ভোলা জেলার কৃষি বিভাগের ১৪৫ জন কর্মকর্তা ও কৃষি উদ্যোক্তা অংশগ্রহন করেন বলে কর্মশালায় অংশগ্রহনকারী জনৈক এক কর্মকর্তা জানান।