ষ্টাফ রিপোর্টারঃ শনিবার (৯ ডিসেম্বর) বিকেল ৪ টায় পটুয়াখালী জেলা কৃষক লীগের সভাপতি গাজী আলী হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরদার সোহরাব হোসেন এর সঞ্চালনায় মহান বিজয় দিবস-২০২৩ উপলক্ষে এক প্রস্তুতি মূলক সভা ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি সম্পর্কিত এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও পটুয়াখালী-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী অ্যাড. আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এ্যাড. গাজী জসীম উদ্দিন।
এছাড়াও বিশেষ বক্তা হিসেবে আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক এ কে এম খায়েরুল আহসান খায়ের।
কর্মশালায় আরও বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক সালমা জাহান, পটুয়াখালী সদর উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ কালাম তালুকদার, সদস্য সচিব মোঃ সিদ্দিকুর রহমান, গলাচিপা উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ মশিউল ইসলাম রুবেল, মির্জাগঞ্জ উপজেলা কৃষক লীগের আহবায়ক মোঃ ফোরকান মৃধা, দুমকি উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মোঃ জহির হোসেন ও কলাপাড়া উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ সৌরভ সিকদার সহ কৃষক লীগের নেতৃবৃন্দ।
কর্মশালায় পটুয়াখালীর ৪টি আসনের নৌকা প্রতীকের প্রার্থীদের পক্ষে কাজ করে নৌকার বিজয়কে নিশ্চিত করতে নেতাকর্মীদের আহবান জানানো হয়।