• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে কিন্ডার গার্টেন স্কুল সমূহের শত শত কোমলমতি শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও স্মারকলিপি পেশ

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ৩৩১ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ০৩:১২ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ কিন্ডার গার্টেন ও সমমানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ৫ম শ্রেনীর ছাত্র- ছাত্রীদের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন হতে বাদ দিয়ে গত ১৭ জুলাই-২০২৫ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রের বিরুদ্ধে পটুয়াখালীতে শত শত শিশু শিক্ষার্থীদের মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার বরাবরে স্মারক লিপি দিয়েছে কিন্ডার গার্টেন ঐক্য পরিষদ পটুয়াখালী জেলার ব্যানারে কিন্ডার গার্টেন সমূহের শিশু শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকবৃন্দ।

রবিবার (০৩ আগস্ট) বেলা ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধনকালে বক্তব্য রাখেন কালিকাপুর প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আনোয়ার হোসেন বাদল, রেনেসাঁ আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ইঞ্জিঃ মো. রাসেল হোসেন, ছোট বিঘাই প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আহসানুল কবির, প্রভাতি প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক আছিয়া বেগম, ব্রাইট ফিউচার প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শেফা আক্তার, রোজ গার্ডেন প্রি- ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক সাফিয়া আক্তার, আদর্শ মডেল প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক মোঃ হাসান, কলাপাড়া রাইজিং সান প্রি- ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান মাসুদ প্রমুখ।

বক্তারা বলেন, ২০০৮ সালে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা চালু হলে দেশের সকল সরকারি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কিন্ডার গার্টেন ও এনজিও পরিচালিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পায়। প্রাথমিক সমাপনী পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাথমিক বৃত্তি দেয়া হতো। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা বন্ধ হলে ২০২২ সালে পূর্বের ন্যায় ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানেও দেশের সকল বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহনের সুযোগ পায়।

কিন্তু বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দেশের অসংখ্য ছাত্র- জনতা জীবন উৎসর্গ করে। সেই জুলাই অভ্যুল্থানের বর্ষপূর্তিকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ১৭ জুলাই অনুষ্ঠিত নির্বাহী কমিটি সিদ্ধান্ত গ্রহন করেন ২০২৫ এর ৫ম শ্রেনীর বৃত্তি পরীক্ষায় শুধুমাত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। বক্তারা এ বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার করার জন্য শিক্ষা উপদেষ্টার কাছে জোর দাবী করেন।

পরে শিক্ষকবৃন্দ ও কোমলমতি শিশু শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্ঠার বরাবরে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।


আরও খবর পড়ুন: