জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ শহীদের রক্তে গড়া ছাত্র-জনতার গণঅভ্যুল্থান বৃথা যেতে দেবোনা, সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করো, লুটপাট ও দখলদারিত্বের রাজনীতি বন্ধ করো, আইন শৃঙ্খলা ফিরিয়ে আনো, অসাম্প্রদায়িক বৈষম্যহীন ও শোষনমুক্ত সমাজ গড়ে তোলার সংগ্রাম জোরদার করো প্রভৃতি শ্লোগান লেখা ব্যানার নিয়ে পটুয়াখালীতে লাল পতাকার মিছিল করেছে কমিউনিস্ট পার্টি।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা ১১ টায় কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা কমিউনিস্ট পার্টির উদ্যোগে লাল পতাকা মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক এলাকা প্রদক্ষিন করে পৌর নিউমার্কেটের প্রধান গেটের সামনে গিয়ে শেষ হয়। সেখানে পথসভায় বক্তব্য রাখেন কমিউনিস্ট পার্টি কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য ও জেলা শাখার সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক সমীর কর্মকার, যুগ্ম সম্পাদক সুভাষ নাগ, সদস্য আলহাজ্ব কাজী মুনিরুজ্জামান কাইউম, যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক শুভ্রত দাস প্রমুখ।
সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে মাজার ও পূজা মন্ডপে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলা ও ভাংচুরের ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের দাবী করেন। এছাড়াও বক্তারা গ্যাস, তেল, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেন।