জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনো, লুটপাট ও দখল দারিত্বের রাজনীতি বন্ধ করো। অসাম্প্রদায়িক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাসহ বিভিন্ন দাবীতে সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুর ১২ টায় কলেজ রোডস্থ সিপিবি কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নিউমার্কেটের সামনে গিয়ে এক সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি'র জেলা কমিটির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, সাধারণ সম্পাদক সমীর কর্মকার, যুগ্ম সম্পাদক সুভাষ নাগ প্রমুখ।