জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিমান মানবাধিকার নেতা ও ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশ গুপ্তের বিরুদ্ধে মিথ্যা মামলা ও বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়েরকৃত গায়েবী মামলা প্রত্যাহারসহ সারাদেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতার চির অবসানের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে হিন্দু বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ।
শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১১ টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে কেন্দ্রীয় কর্মসূচীর অংশহিসেবে জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শুভ্রত শীলের উপস্থাপনায় এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা ঐক্য পরিষদের সহ-সভাপতি এ্যাডভোকেট তারক চন্দ্র সাহা, সহ-সভাপতি তপন কর্মকার, সহ-সভাপতি মংথান তালুকদার, সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট সঞ্জয় কুমার খাসকেল, সদর শাখা ঐক্য পরিষদের সভাপতি স্বপন চক্রবর্তী, পৌর শাখার সেক্রেটারী রঞ্জন কর্মকার প্রমুখ।
বক্তারা অবিলম্ভে ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ক্যান্সার রোগে আক্রান্ত রানা দাশ গুপ্তেসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার ও সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাবলী জাতিসংঘের তত্ত্বাবধানে নিরপেক্ষভাবে তদন্ত এবং চলমান সাম্প্রদায়িক সহিংসতা অবসানের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস এঁর কাছে জোর দাবী জানান।