পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিনে ৩৪৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত, ৩ জন দাখিল পরীক্ষার্থী বহিষ্কার ও পাঁচ সুপারকে পাঁচ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
বৃহষ্পতিবার (১৫ ফেব্রুয়ারী) এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার প্রথমদিনে ৩৪৭ জন অনুপস্থিত রয়েছে। এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ১২৮ জন, ভোকেশনাল পরীক্ষার্থী ২৪ জন ও দাখিলের ১৯৫ জন অনুপস্থিত রয়েছে বলে পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ সূত্রে জানা গেছে।
উপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে এসএসসি ১৪,৩৭৫ জন, ভোকেশনালের ১৮৫১ জন এবং দাখিলের ৫,৭৫২ জন পরীক্ষার্থী অংগ্রহন করেছে। জেলার ৬৮ টি কেন্দ্রে মোট ২১, ৯৯৮ জন পরীক্ষার্থী অংশগ্রহন করেন।
এদিকে দশমিনায় সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে অবৈধভাবে অনুপ্রেবেশ করে সচিবের কক্ষে অবস্থান করে কেন্দ্র ফি দিতে এসে মোবাইল কোর্ট পাঁচ সুপারিন্টেন্ডেন্টকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পাঁচজন সুপারিন্টেন্ডেন্টে হলেন পূর্ব আলীপুর দাখিল মাদ্রাসার মোঃ আলতাফ হোসেন, আউলিয়াপুর দাখিল মাদ্রাসার মোঃ হেলাল উদ্দিন, দামপুরি বেগম রোকেয়া দাখিল মাদ্রাসার মোঃ মোস্তাফিজুর রহমান, রামভল্লব দাখিল মাদ্রাসার মোঃ খলিলুর রহমান, পুর্ব চাঁদপুরা সালেহিয়া দাখিল মাদ্রাসার মোঃ ইলিয়াস মিয়া ও দক্ষিন দাসপাড়া আঃ গনি মহিলা দাখিল মাদ্রাসার মাও. কাজী আলতাফ হোসেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৪ সালের দাখিল কোরআন মাজিদ ও তাজবিহ বিষয় পরীক্ষা সকাল ১০ টায় শুরু হয়। সকাল ১১ টার সময় পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট অবৈধভাবে অনুপ্রবেশ করে কেন্দ্র সচিবের কক্ষে কেন্দ্র ফি নিয়ে অবস্থান করায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াশিউজ্জামান চৌধুরী তাদের আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন ছেড়ে দেন।
কেন্দ্র সচিব চরহোসানাবাদ ইসলামিয়া মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট ও পরীক্ষা কেন্দ্র সচিব নূরে আলম ছিদ্দিকি জানান, “২০২৪ সালের দাখিল পরীক্ষার কেন্দ্র ফি দিতে সকাল ১১ টার সময় ওই পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট আমার কক্ষে অবস্থান করেন। পরীক্ষা চালাকালীন অবৈধ অনুপ্রবেশ করার অভিযোগ এনে ভ্রাম্যমাণ আদালত মোবাইল কোর্ট এর মাধ্যমে পাঁচ সুপারকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন।”
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ওয়াশিউজ্জামান চৌধুরী বলেন, “দাখিল পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষা কেন্দ্রে অবৈধ ভাবে অনুপ্রবেশ করেন পাঁচজন সুপারিন্টেন্ডেন্ট পরীক্ষার আচরনবিধি লংঘন করায় পাঁচজনকে আটক করা হয় এবং মেবাইল কোর্টের মাধ্যমে প্রত্যেককে পাঁচ হাজার টাকা জরিমান করে ছেড়ে দেয়া হয়।”