জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ জুলাই পদযাত্রার ১৪তম দিনে পটুয়াখালীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ জুলাই) বেলা ১১টায় সার্কিট হাউজ সংলগ্ন শহীদ হৃদয় তরুয়া স্কয়ার থেকে শত শত ছাত্র-জনতার অংশগ্রহনে জুলাই পদযাত্রা শুরু হয়ে শহরের নিউ মার্কেট, নতুন বাজার, সদর রোড, লঞ্চ ঘাট, পুরান বাজার, কাঠপট্টি, বনানী, কলেজ রোড, পৌরসভা, সবুজবাগ ও তিতাস মোড় হয়ে দীর্ঘ পথ ঘুরে একই স্থান শহীদ হৃদয় তরুয়া স্কয়ারে এসে শেষ হয় এবং সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ পদযাত্রা ও সমাবেশে উপস্থিত ছিলেন এনসিপি’র আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মূখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মূখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব ডা. তাসনিম জারা, সিনিয়র যুগ্ম-আহবায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ, স্থানীয় এনসিপি নেতা এ্যাড. জহিরুল ইসলাম মুসা, এ্যাড মুজাহিদুল ইসলাম শাহিন ও ওয়াহিদা সরোয়ার নিপা প্রমুখ।