1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বুধবার, ০৭ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে একটি হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন দন্ড

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলার (সেসন নং-২৬/১৩) রায়ে একজন আসামীকে খালাস দিয়ে বাকি ১৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক এ. কে. এম. এনামুল করিম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ আসামীরা হলেন- সোহরাব সিকদার(৫০), আঃ রহমান সিকদার(৩০), আমিরুল সিকদার(২৫), মুসা সিকদার(২৫), রাসেল সিকদার(১৮), আবু বকর সিকদার(২০), ছত্তার সিকদার(৫৫), জাকির সিকদার(১৮), হানিফ সিকদার(৩৭), জালাল সিকদার(৩০), জাকির হোসেন ওরোফে তুইত্ত জাকির(৩০), মামুন সিকদার(৩০),ইউছুফ সিকদার(৪২), সানু সিকদার(৪০) ও সামসু মৃধা(৫৫)। এ সব আসামীর মধ্যে হানিফ সিকদার পলাতক বলে নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের পেশকার মো. রেজাউল।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আসামীরা ভিকটিম শহিদুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় শহিদুল ইসলাম বাধাঁ দিলে তাকে মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে শহিদুল ইসলামের মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘটনার দিন রাতে নিহত শহিদুল ইসলামের বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে সোহরাব সিকদারসহ ১৭ জনকে আসামী করে একটি মামলা রুজু করেন।

বিজ্ঞ আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ ১৯ সেপ্টম্বর বৃহষ্পতিবার দুপুরে এ মামলার ১৪ নং আসামী শহিদুল ইসলাম মৃধার বিরুদ্ধে হত্যাকান্ডের সাথে জড়িত প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ও বাকি ১৬ জন আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন উক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ. কে.এম. এনামুল করিম।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হারুন অর রশিদ। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কাসেম ও এ্যাডভোকেট চন্দন সোমাদ্দার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট