• বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ গৌরনদীতে জামাতের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত

পটুয়াখালীতে একটি হত্যা মামলায় ১৬ জনকে যাবজ্জীবন দন্ড

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ / ১৭৭ বার পড়া হয়েছে
Update : বুধবার, ০১ অক্টোবর ২০২৫, ১১:২৫ পূর্বাহ্ন

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে হত্যা মামলার (সেসন নং-২৬/১৩) রায়ে একজন আসামীকে খালাস দিয়ে বাকি ১৬ আসামীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ বিচারক এ. কে. এম. এনামুল করিম।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১৬ আসামীরা হলেন- সোহরাব সিকদার(৫০), আঃ রহমান সিকদার(৩০), আমিরুল সিকদার(২৫), মুসা সিকদার(২৫), রাসেল সিকদার(১৮), আবু বকর সিকদার(২০), ছত্তার সিকদার(৫৫), জাকির সিকদার(১৮), হানিফ সিকদার(৩৭), জালাল সিকদার(৩০), জাকির হোসেন ওরোফে তুইত্ত জাকির(৩০), মামুন সিকদার(৩০),ইউছুফ সিকদার(৪২), সানু সিকদার(৪০) ও সামসু মৃধা(৫৫)। এ সব আসামীর মধ্যে হানিফ সিকদার পলাতক বলে নিশ্চিত করেছেন বিজ্ঞ আদালতের পেশকার মো. রেজাউল।

উক্ত মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১১ সালের ৪ এপ্রিল সকাল সাড়ে ৯ টার দিকে পটুয়াখালী সদর উপজেলার বদরপুর ইউনিয়নের শিয়ালী গ্রামে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আসামীরা ভিকটিম শহিদুল ইসলামের বাড়ীতে হামলা চালিয়ে ভাংচুর করে। এ সময় শহিদুল ইসলাম বাধাঁ দিলে তাকে মারধর করে ও কুপিয়ে রক্তাক্ত জখম করে। এতে শহিদুল ইসলামের মৃত্যু ঘটে। এ ঘটনায় ঘটনার দিন রাতে নিহত শহিদুল ইসলামের বাবা নুর মোহাম্মদ মৃধা বাদী হয়ে সোহরাব সিকদারসহ ১৭ জনকে আসামী করে একটি মামলা রুজু করেন।

বিজ্ঞ আদালত ১১ জন স্বাক্ষীর সাক্ষ্য গ্রহন শেষে আজ ১৯ সেপ্টম্বর বৃহষ্পতিবার দুপুরে এ মামলার ১৪ নং আসামী শহিদুল ইসলাম মৃধার বিরুদ্ধে হত্যাকান্ডের সাথে জড়িত প্রমানিত না হওয়ায় তাকে বেকসুর খালাস ও বাকি ১৬ জন আসামীর বিরুদ্ধে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন উক্ত অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এ. কে.এম. এনামুল করিম।

সরকার পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পিপি এ্যাডভোকেট হারুন অর রশিদ। আসামীদের পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট আবুল কাসেম ও এ্যাডভোকেট চন্দন সোমাদ্দার।


আরও খবর পড়ুন: