ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালীতে গতকাল বুধবার (১৫ নভেম্বর) রাত পৌনে ১০ টার সময়ে হলি টাচ হসপিটালে একই মায়ের একত্রে ৪টি সন্তানের জন্ম হয়েছে। চিকিৎসার ভাষায় যাকে বলা হয় "Quadruplates" অর্থাৎ একজন মায়ের একত্রে চারটি বাচ্চার জন্মদান। শিশুগুলোর মধ্যে ৩ জন কন্যা শিশু ও ১ জন পুত্র শিশু। গাইনি বিশেষজ্ঞ ডাঃ জাকিয়া সুলতানা এর তত্ত্বাবধায়নে সানজিদা নামের ঐ মায়ের অপারেশন হয়। তিনি পটুয়াখালী শহরের শিমুলবাগ এলাকার আজহারুল ইসলাম এর স্ত্রী।
শিশুগুলোর ওজন হয়েছে ১.৯ কেজি, ১.৯ কেজি, ১.৮ কেজি, ১.৬ কেজি। জন্মের পর ৪ নবজাতক ও মা সকলেই সুস্থ আছেন। সানজিদা তার সন্তানদের সুস্থতার জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন। এদিকে এমন একটি সফল অপারেশনের জন্য সকলেরই প্রশংসায় ভাসছেন ডাঃ জাকিয়া সুলতানা।