জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে ২০২৪ ব্যাচের অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার বিষয়সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবীতে পটুয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা।
আজ শনিবার (১৭ আগস্ট) দুপুরে শহরের সোনালী ব্যাংক মোড়ে পটুয়াখালী সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, আবদুল করিম মৃধা কলেজসহ জেলার বিভিন্ন কলেজের শতাধিক এইচএসসি পরীক্ষার্থীরা।
তারা ২০২৪ সালের এইচএসসি পরীক্ষার বাকি বিষয়ের পরীক্ষা বাতিল করে অনুষ্ঠিত পরীক্ষার বিষয়সমূহ মূল্যায়ন করে ফল প্রকাশের দাবী করে শিক্ষার্থীরা বলেন, কোটা আন্দোলন ঘিরে দেশব্যাপী সংঘাতে শিক্ষার্থীরা (এইচএসসি পরীক্ষার্থীরা) গুরুতর আহত হয়ে এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসারত রয়েছে। তাই তাদের সহকর্মীদের এমন অবস্থায় রেখে তারা আগামী এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব না বলে জানান। তারা আরও বলেন চলমান পরিস্থিতিতে কয়েক দফা পরীক্ষা পিছিয়ে তাদেরও জীবন থেকে প্রায় এক বছর চলে গেছে। বাকি পরীক্ষায় অংশ নেয়ার মানসিক অবস্থা তাদের নেই। তাদের দাবী না মানা হলে তারাও আন্দোলন চালিয়ে যাবার কথা বলেন শিক্ষার্থীরা।