1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
রবিবার, ১৮ মে ২০২৫, ০৮:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
পটুয়াখালীতে মসজিদ ভিত্তিক শিশু ও গনশিক্ষা প্রকল্পের শিক্ষক-কর্মচারীদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান “জীবনের চাকা আপনার হাতে”–আফজাল হোসেনের গ্রন্থের মোড়ক উন্মোচন ও আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত হজ্জ করানোর নামে মোটা অংকের টাকা নিয়ে প্রতারনা করতেন ফরিদ সিকদার পিসি বাড়িতে থেকে লেখাপড়া করে আর স্বপ্ন পূরণ হলোনা রাহুলের; লাউকাঠী নদী কেঁ*ড়ে নি*লো তার প্রা*ণ   “বগা সেতু” বাস্তবায়ন দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন পটুয়াখালীতে পুকুরে ডু*বে একই বাড়ির দুই শিশুর মৃ*ত্যু পটুয়াখালীতে ৯৪ পিস ই*য়া*বা মামলার রায়ে আসামী চানমিয়াকে ৫ বছর সশ্রম কা*রাদ*ন্ড পটুয়াখালীতে মহাসড়কে অবস্থান করে নার্সিং শিক্ষার্থীদের বি*ক্ষো*ভ পটুয়াখালীতে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত বাউফলে পানিতাল কাটতে গিয়ে গাছ থেকে পরে যুবকের মৃ*ত্যু

পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষায় ১৭২ জন অনুপস্থিত

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ১৬৪ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে এইচএসসি পরীক্ষার ১ম দিনে বাংলা বিষয়১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত। পটুয়াখালীতে প্রশাসনের কঠোর নজরদারীতে ২৪ টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ন পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

৩০ জুন (রবিবার) এইচএসসি পরীক্ষায় পটুয়াখালী জেলায় ২৪টি কেন্দ্রে ১০ হাজার ৬’শ ৮৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ হাজার ৮ জন অংশগ্রহন করেন। এতে ১৭২ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে বলে জেলার পরীক্ষা নিয়ন্ত্রন কক্ষ নিশ্চিত করেছে। পটুয়াখালী সরকারী কলেজ কেন্দ্রে ১ জন ছাত্রী বহিষ্কার হয়েছে। উক্ত সূত্রে জানা গেছে, জেলার ৮টি উপজেলায় ২৪টি কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ১০ হাজার ৬’শ ০৮ জন ছাত্র- ছাত্রী অংশগ্রহন করার কথা থাকলেও অংশ নিয়েছেন ১০ হাজার ৪৩৬ জন। ১৭২ জন অনুপস্থিত রয়েছে যা গতবছরের চেয়ে ৯১ জন বেশী অনুপস্থিত রয়েছে। পটুয়াখালী সদর উপজেলায় ৫টি কেন্দ্রে ২৭৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৪২ জন, বাউফল উপজেলায় ৬টি কেন্দ্রে ২৬০০ জন পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত রয়েছে ৪৩ জন, গলাচিপা উপজেলায় ৩টি কেন্দ্রে ১৪৪২ জনের মধ্যে অনুপস্থিত ২২ জন , কলাপাড়া উপজেলায় ৫টি কেন্দ্রে ১১৫২ জনের মধ্যে অনুপস্থিত ২৪ জন, মির্জাগঞ্জ উপজেলায় ১টি কেন্দ্রে ৮০৫ জনের মধ্য অনুপস্থিত ৯ জন, দশমিনা উপজেলায় ১টি কেন্দ্রে ৫৯৫ জনের মধ্যে অনুপস্থিত ১৩ জন, দুমকি উপজেলায় ২টি কেন্দ্রে ৭৬৭ জনের মধ্যে অনুপস্থিত ৭ জন ও রাঙ্গাবালী উপজেলায় ১টি কেন্দ্রে ৪৯৩ জনের মধ্যে ১৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে।

এইচএসসি পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠ ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করার জন্য জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর নেতৃত্বে একটিসহ পাঁচটি ভিজিলেন্স টিম গঠনসহ প্রয়োজনীয় সংখ্যক আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য নিয়োগ করা হয়েছে বলে উক্ত সূত্রে জানা গেছে ।

উল্লেখ্য, গত বছর জেলায় এইচএসসি পরীক্ষর্থীর সংখ্যা ছিল ১১,৭৮৮ জন এবং অনুপস্থিত ছিল ৮১ জন। গতবছরের চেয়ে এ বছর ১১০০ জন পরীক্ষার্থী কম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট