 
     জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বরিশাল শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে এবারও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ অনেক অনেক এগিয়ে আছে।
জালাল আহমেদ, প্রধান প্রতিবেদক: বরিশাল শিক্ষাবোর্ডের অধীন এইচএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফলে এবারও পটুয়াখালী সরকারি মহিলা কলেজ অনেক অনেক এগিয়ে আছে।
প্রকাশিত ফলাফল সূত্রে জানা গেছে এ বছর পটুয়াখালী সরকারী মহিলা কলেজ থেকে ৯৫৯ জন ছাত্রীর মধ্যে ৯৪৬ জন পরীক্ষায় অংশগ্রহন করে ৭৭৩ জন উত্তীর্ন হন। এর মধ্য জিপিএ- ৫ মেধা তালিকায় উত্তীর্ন হয়েছে ৭১ জন। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে বিজ্ঞান বিভাগে উত্তীর্ন ৩১৮ জনের মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ২৫ জন, মানবিক বিভাগে ৫৯১ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন এবং ব্যবসায় শিক্ষায় ৫০ জন অংশগ্রহকারী পরীক্ষার্থীর মধ্যে জিপিএ- ৫ পেয়েছে ১ জন। এ কলেজে পাসের হার শতকরা ৭৭.৯১ ভাগ।
অপরদিকে পটুয়াখালী সরকারি কলেজে ৮০৪ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ন হয়েছে ৭৭৩ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ১৪ জন। বিজ্ঞান বিভাগে ২৩৯ জন অংশগ্রহনকারী পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ন হয়েছে ১১৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৫ জন। মানবিক বিভাগে ৪৮১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩০২ জন। এ বিভাগে মাত্র ৬ জন জিপিএ-৫ পেয়েছে। ব্যবসায় শিক্ষা বিভাগে ৮৪ জন পরীক্ষায় অংশগ্রহন করে উত্তীর্ন হয়েছে ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে মাত্র ২ জন। এ কলেজে পাসের হার শতকরা ৫৯.১২ ভাগ।
পটুয়াখালী সরকারি মহিলা কলেজের ফলাফলে সন্তোষ প্রকাশ করে জিপিএ-৫ প্রাপ্তসহ উত্তীর্ন সকল শিক্ষার্থীদেরকে শুভেচ্ছা জানিয়ে তাদের আগামীর সাফল্য কামনা করেছেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোদাচ্ছের বিল্লাহ।
পটুয়াখালী সরকারি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ মতিউর রহমান বলেন, "আমদের কলেজে মেধাবীদের ভর্তির সংখ্যা কম হয়। ছেলে মেধাবীরা এখানে ভর্তি না হয়ে তারা বরিশাল ও ঢাকাসহ বিভিন্ন কলেজে ভর্তি হয়। যে কারনে এ কলেজের জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্য কম হয়। তাছাড়া ছেলেদের চেয়ে মেয়েরা পড়াশুনায় এগিয়ে আছে।