মারুফ ইসলাম, পটুয়াখালীঃ সদর উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের দুর্যোগে প্রারম্ভিক সতর্কতা, আগাম পদক্ষেপ এবং স্থায়ী নির্দেশনাবলী সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
রোববার সকালে উপজেলা পরিষদেট সভা কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করে আন্তর্জাতিক সংস্থা সেইভ দ্যা চিলড্রেনের সহযোগিতায় চাইল্ড সেন্টার্ড এন্টিসিপেটরী প্রজেক্ট বাস্তবায়নকারী সংস্থা জাগোনারী।
উপজেলা নির্বাহী অফিসার ইফফাত আরা জামান উর্মি’র সভাপতিত্বে প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ডীন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান প্রফেসর আহম্মদ পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন জাগোনারীর উপপরিচালক গোলাম কিবরিয়া, জাগোনারী প্রকল্পের ম্যানেজার কৃষিবিদ মো মনিরুজ্জামান প্রিন্সসহ উপজেলার বিভিন্ন বিভাগের কর্মকর্তাবৃন্দ, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, গণমাধ্যম প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ভলান্টিয়ার, ইয়ুথ গ্রুপের প্রতিনিধি।
এসময় উপজেলা নির্বাহী অফিসার জাগোনারী সংস্থার কার্যক্রমের প্রশংসা করেন এবং এন্টিসিপেটরি প্রকল্পের কাজে সহায়তা, সাইক্লোনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা এবং সকল সংস্থাকে উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে একযোগে কাজ করার কথা বলেন। উপস্থিত সকলে উম্মুক্ত আলোচনায় অংশ নেন এবং তাদের মতামত প্রদান করেন।