• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত গৌরনদীতে ব্যবসায়ীর কোমরে পি*স্তল সদৃশ ঠেকিয়ে চাঁ*দা দাবি; গ*ণধো*লাই দিয়ে যুবককে পুলিশে সোপর্দ

পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আনোয়ার হোসেন / ১৪৯ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

মোঃ আনোয়ার হোসেন, পটুয়াখালীঃ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’ এর ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২ টায় শহীদ মিনার প্রাঙ্গণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি রফিকুল ইসলাম রশিদী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হাসান আলী’র উপস্থাপনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি নুরুল বশর আজিজী।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ইসলামী জাতীয় শিক্ষক ফোরাম কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওঃ আর আই এম অহিদুজ্জামান, জেলা মুজাহিদ কমিটির নায়েবে আমীর মুফতী আব্দুর রহমান আব্বাসী, জেলা ইসলামী আন্দোলনের সহকারী সম্পাদক মাস্টার মো. সিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় ইসলামী ছাত্র আন্দোলনের সুরা সদস্য মো. আনোয়ার হোসেন মঞ্জু, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের সভাপতি মাওঃ মো. আবুল হাসান, জেলা জাতীয় শিক্ষক সভাপতি মাওঃ মো. আনসার উল্লাহ আনসারী, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মুহাম্মদ ইমাম হোসেন, সাবেক ছাত্র নেতা এইচ এম আবু তাহের, সাবেক ছাত্র নেতা মো. ইলিয়াস আহম্মদ, সাবেক ছাত্র নেতা মো. নজরুল ইসলাম খান, জেলা ইসলামী আন্দোলনের ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাও: মো. আবুল বশার জিহাদী, ইসলামী ছাত্র আন্দোলন বিএম কলেজের সভাপতি মো. সাইদুল ইসলাম, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি উপাধ্যক্ষ মো. জসিম উদ্দিন জাফর, জেলা যুব আন্দোলনের সভাপতি মুহাম্মদ জাহিদ হোসেন লিটন, ইসলামী ছাত্র আন্দোলন পবিপ্রবি শাখার সভাপতি মুহাম্মদ আজিজুল হক, সহ- সভাপতি এইচ এম আলী হাসান, মির্জাগঞ্জ শাখার সভাপতি মো. আলিউল ইসলাম, দশমিনার সভাপতি ফয়সাল আহম্মদ, সদর উপজেলা শাখার আহবায়ক কাজী আরিফ বিল্লাহ, দুমকি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাসিম, কলাপাড়া শাখার সভাপতি মো. নোমান সিদ্দিকী, পৌর শাখার সভাপতি মাসুদ বিল্লাহ, বাউফল শাখার সভাপতি মো. আবু সালেহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, অনেক আন্দোলন-সংগ্রাম শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। এখন নতুন করে কোন ফ্যাসিস্ট যদি ক্ষমতায় এসে দখলদারিত্ব ও নৈরাজ্য সৃস্টি করতে চায় তাদেরকে কঠিনভাবে প্রতিহত করতে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনের জন্য সুযোগ দিতে হবে, সময় দিতে হবে, পরামর্শ দিয়ে তাদের পাশে থেকে কাজ করতে হবে। সমাবেশে আওয়ামী লীগকে চিরদিনের জন্য নিষিদ্ধ করার দাবি করেন প্রধান অতিথি নূরুল বশর আজিজী। সমাবেশে সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে ইসলামী ছাত্র আন্দোলনের খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হয় হাজার হাজার নেতা কর্মী।


আরও খবর পড়ুন: