জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীর সদর উপজেলার লাউকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন লাউকাঠি ইউনিয়নের সাধারণ জনগণ।
রবিবার (২৫ আগস্ট) সকাল ১০ টায় লাউকাঠি বাজারে পাঁচ শতাধিক স্থানীয় জনগণ জড়ো হয়ে ব্যানার ফেস্টুন নিয়ে বিভিন্ন শ্লোগান দিয়ে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করেছে।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের লাউকাঠি ইউনিয়ন চেয়ারম্যান এর বিরুদ্ধে কতিপয় মেম্বাররা কিছুদিন পূর্বে মিথ্যা অপপ্রচার করে মানববন্ধন করেন। চেয়ারম্যান তাদের সাথে দুর্নীতিতে না জড়ানোর কারনে তারা এই মানববন্ধন করেছেন এবং তার পরিষদের রুমে তালাবদ্ধ করেছেন। আমরা এর তীব্র নিন্দা ও সকল মেম্বারদের শাস্তি দাবী করছি এবং এই ঘটনার সুষ্ঠ তদন্তপূর্বক বিচারের আওতায় আনার দাবী করছি।
মানববন্ধন শেষে স্থানীয় জনগণ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইউনিয়নের লাউকাঠি বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে লাউকাঠি শহিদ স্মৃতি বিদ্যানিকেতন এর সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, বৃহস্পতিবার (২২ আগস্ট) লাউকাঠি ইউনিয়ন পরিষদের সামনের কতিপয় মেম্বরের নেতৃত্বে স্থানীয় জনতা লাউকাঠি ইউপি চেয়ারম্যান ইলিয়াস বাচ্চুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মানববন্ধন করে।