ষ্টাফ রিপোর্টারঃ পটুয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব খান মোশারফ হোসেন এঁর ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে স্মরনসভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বাদ মাগরিব জেলা আওয়ামী লীগের স্মার্ট কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর এর সভাপতিত্বে স্মরনসভা ও দোয়া মিলাদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পটুয়াখালী-১ আসনের দলীয় নৌকা মার্কার একক প্রার্থী, বেসরকারীভাবে নির্বাচিত সংসদ সদস্য এ্যাডভোকেট আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান, সহ-সভাপতি ও সাবেক পিপি এ্যাড. মো. হারুন অর রশিদ, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. গোলাম সরোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক ও বাউফল পৌরসভার মেয়র মো. জিয়াউল হক জুয়েল।
আরও বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাহ জলাল খান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ (শাহজাহান ভুইয়া), দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এ্যাড. ইকবাল মাহমুদ লিটন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা বেবী, দুমকি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান সেলিম প্রমুখ।
দোয়া মোনাজাত পরিচালনা করেন সদর উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. জাফর।
সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা খান মোশারফ হোসেন ছিলেন আওয়ামী লীগের একজন কিংবদন্তী, ত্যাগী, নির্লোভ, পরোপকারী ও কর্মবান্ধব নেতা। তিনি আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ধারন করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতি করেছেন। তার আদর্শকে অনুকরন ও অনুস্মরন করে রাজনীতি করার জন্য দলীয় নেতা- কর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।