জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে স্বপ্ন পটুয়াখালী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তিকৃত রোগীদের অভিভাবক এবং প্রাক্তন রোগীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার (১১ জুলাই) বিকেল ৪ টায় হেতালিয়া বাঁধঘাটস্থ স্বপ্ন পটুয়াখালী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মো. এনায়েত হোসেনের সভাপতিত্বে ও নিরাময় কেন্দ্রের ম্যানেজার মো. শাহিন মৃধার সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ। স্বাগত বক্তব্য রাখেন স্বপ্ন পটুয়াখালী মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পটুয়াখালী সদর উপজেলার নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান মো. রেজাউল করিম সোয়েব, নিরাময় কেন্দ্রের ইনচার্জ মো. মাইনুল ইসলাম মিঠুন। আরো বক্তব্য রাখেন প্রাক্তন রোগী ইমনের অভিভাক মাতা মাসুদা, প্রাক্তন রোগী মো. আতিক প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, সরকার মাদক ও সন্ত্রাস এবং দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মানে জিরো টলারেন্স। সরকারের এ লক্ষ্য বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। সমাজের একশ্রেনীর অসাধু লোক আছে, যারা মাদক কেনা-বেচা করে ছাত্র ও যুবসমাজকে মাদকে আসক্ত করছে। এ সকল ব্যক্তিদেরকে চিহ্নিত করার জন্য উপস্থিত সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তিনি আরো বলেন একজন মাদকাসক্ত ছেলে বা মেয়ে শুধু সংসার ধ্বংস করে না। সে সমাজ ও দেশকেও ধ্বংস করে। এ ব্যাপারে আমাদের অভিভাবক সমাজকে সতর্ক থাকারও আহবান জানান মেয়র মহিউদ্দিন আহম্মেদ। তিনি পটুয়াখালী মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃক মাদক নির্মূলের অভিযান কার্যক্রমে পৌরসভার পক্ষ থেকে সহযোগিতা করারও আশ্বাস দেন।