জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালীতে আইন শৃংখলা রক্ষাসহ সাধারণ মানুষের জান-মাল বিশেষ করে হিন্দু সম্প্রদায়কে নিরাপদে রাখার আহবান জানিয়ে পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন জেলা জাতীয়তাবাদী দল বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টির নেতৃত্বে দলের নেতৃবৃন্দ।
শনিবার (১০ আগস্ট) রাত ৮ টায় পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি। তিনি তার বক্তব্যের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের প্রতি সম্মান ও গভীর শোক জানিয়ে বলেন ছাত্র জনতার অভ্যুল্থানে স্বৈরাচারী হাসিনা সরকারের পতনের পর সমগ্র দেশে পতিত স্বৈরাচারী হাসিনার দোষররা সমগ্র দেশে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করার লক্ষ্যে বিভিন্ন আইন শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে লিপ্ত হইয়া সারা দেশে পরিকল্পিতভাবে ধংসযজ্ঞ চালাচ্ছে।
দেশের এই অস্থিতিশীল পরিবেশ থেকে উত্তরন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে পটুয়াখালী জেলা বিএনপি’ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা এবং মানুষের জানমাল হেফাজতের নির্দেশ প্রদান করা হয়। এই নির্দেশনা বাস্তবায়নের জন্য বিএনপির সকল পর্যায়ের নেতৃবৃন্দ বিভিন্ন সরকারি স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানকে পতিত সরকারের দুষ্কৃতিকারীদের হাত থেকে রক্ষার জন্য সকল পর্যায়ে বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কাজ করছে। আমরা ইতিমধ্যে হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান রক্ষায় পাহারার ব্যবস্থা করেছি।
পটুয়াখালী সদরের বদরপুর ইউনিয়নের খলিসাখালী গ্রামে এক হিন্দু সম্প্রদায়ের বাড়িতে হামলার ঘটনা জমিজমা নিয়ে বিরোধের জেরে বিরোধী পক্ষের দুষ্কৃতিকারিদের কর্তৃক হামলা ও লুটপাটের ঘটনা। এ ঘটনার সাথে বিএনপির কোন ধরনের নেতা-কর্মীদের সম্পৃক্ততা নাই। সংবাদ সম্মেলনে জেলা বিএনপি’র সদস্য সচিব স্নেহাংসু সরকার কুটি বলেন, হিন্দু বাড়িতে হামলার ঘটনার খবর পেয়ে জেলা বিএনপি’র সদস্য এ্যাড. মজিবর রহমান টোটন এবং মিজানুর রহমানের নেতৃত্বে একটি টিম তৎক্ষণাৎ ঘটনাস্থলে পাঠানো হয়। সাথে টিভি চ্যানেলের সাংবাদিকরা ছিলো। তারা ভুক্তভোগীর সরাসরি সাক্ষাৎকার নেন এবং ভিডিও রেকর্ড করেন। উক্ত ভিডিও ও রেকর্ড পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে প্রকাশিত সংবাদটি আংশিক প্রকাশ করা হয়েছে। প্রকৃতপক্ষে উজ্জ্বল দেবনাথ এর পুত্র উত্তম দেবনাথ এর সাথে ক্ষতিগ্রস্ত লক্ষণ দেবনাথের জামাই অভিলাষ তালুকদারের সাথে দীর্ঘদিন যাবৎ জায়গা জমি সংক্রান্ত বিরোধ চলিতেছিলো। তার পরিপ্রেক্ষিতে দেশের সংকটময় মুহূর্তে যুবলীগের ৬ নং ওয়ার্ডের সভাপতি রিয়াজ মোল্লার নেতৃত্বে পূর্ব শত্রুতা উদ্ধারের জন্য হামলা, ভাঙচুর ও চাঁদাবাজি চালায় এবং হত্যার হুমকি দেয়। তখন নগদ ৫০ থেকে ৬০ হাজার টাকা ও বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকাসহ চেইন, নাকফুল ও কানের দুল ছিনিয়ে নেয়।
তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আপনারা বিগত দিনে অনেক বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেছেন যার মধ্য দিয়ে দেশ ও জনগণের উপকার হয়েছে। আশা করি ভবিষ্যতে আপনারা দেশ ও জনগণের মঙ্গলের জন্য বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার প্রত্যাশা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক প্রবীন রাজনীতিবিদ আলহাজ্ব আঃ রশিদ চুন্নু মিয়া, সদস্য এ্যাডভোকেট মুজিবুর রহমান টোটন, সাবেক অধ্যক্ষ বাহাউদ্দিন বাহার, মোফাজ্জেল হোসেন খান দুলাল, মো. দেলোয়ার হোসেন খান নান্নু, মো. জিয়াউল হক ফারুক, ফখর উদ্দিন খান, পৌর বিএনপির সভাপতি মো. কামাল হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. মনিরুল ইসলাম লিটনসহ বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।