ইশরাত লিটন, পটুয়াখালীঃ পটুয়াখালী পাশা টেনিং সেন্টার এর সভাকক্ষে আজ বৃহস্পতিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে “অ্যাওয়ারনেস রেইজিং অ্যাক্টিভিটিস টু এলিমিনেট জেন্ডার বেইজড ভায়োলেন্স বিষয়ক এক বিশেষ ট্রেনিং।
Foundation for A JUST SOCIETY & Foundation For Women Possibilities এর অর্থায়নে এবং SUVO'র সহযোগীতায় এই ট্রেনিংয়ে সেক্স ও জেন্ডার, জেন্ডার সহিংসতা , অনলাইন জেন্ডার বেইজড সহিংসতা,নারীর প্রতি সহিংসতা কষ্টদায়ক,করণীয় সম্পর্কে নানা দিক নির্দেশনা তুলে ধরা হয়।
ট্রেনিং এ উপস্থিত ছিলেন আদর্শ মানব সেবা সংস্থার নির্বাহী পরিচালক আফরোজা আকবর সহ বিভিন্ন পেশাজীবী ও যুব প্রতিনিধি। ট্রেনিং এ অংশ নেওয়া প্রত্যেকে ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।
উক্ত ট্রেনিং এর ট্রেইনার হিসেবে SUVO’র পরিচালক হাসিনা বেগম নীলা বলেন, “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ করতে সচেতনতা বৃদ্ধির বিকল্প নেই।”
এই ট্রেনিং এ অংশগ্রহণকারীদের মধ্যে লিঙ্গভিত্তিক বৈষম্য দূর,জেন্ডার সহিংসতা,অনলাইন জেন্ডার বেইজড সহিংসতা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন ।