পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী জেলা শহরের নতুন বাজার জেলা আওয়ামী লীগ অফিসের সামনে অগ্নিকান্ডে তিনটি ইলেকট্রনিক্সের দোকানের মালামাল ভস্মিভূত হয়েছে। ঘটনাটি মঙ্গলবার (৫ মার্চ) সকাল ৭টার দিকে ঘটেছে বলে স্থানীয়রা জানান।
মঙ্গলবার (৫ ই' মার্চ) সকাল ৭টার দিকে একটি তালাবদ্ধ ইলেকট্রনিক্স দোকানের ভিতরে ধোঁয়া দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পরেই আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে তারা ফায়ার সার্ভিসে ফোন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে সকাল পৌনে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিক ধারণা ফায়ার সার্ভিস কর্মীদের।
পটুয়াখালী সদর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার ফিরোজ আহমেদ জানান, সাড়ে ৮টার দিকে খবর পেয়ে এসে দেখি কয়েকটি দোকানের মধ্যে আগুন ছড়িয়ে পড়েছে। আমরা দোকানগুলোর তালা ভেঙে আগুন নিয়ন্ত্রণে আনি। অগ্নিকান্ডে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানের আনুমানিক ১৮ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষিতিগ্রস্থ ব্যবসায়ীরা জানান, আনুমানিক কোটি টাকার বেশী দোকানের মালামাল নষ্ট হয়েছে। অগ্নিকান্ডে সুমন টেলিকম, নুর ইলেকট্রনিক্সের মালামাল সম্পূর্ন এবং প্রাইম ইলেকট্রনিক্স দোকানের মালামাল দমকলের পানিতে অধিকাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে।