জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে অগ্নিকান্ডে সিনথিয়া ইলেক্ট্রনিক্স এর শো’রুম ভস্মিভূত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে পটুয়াখালী জেলা শহরের ছোট চৌরাস্তা এলাকায় সাদ্দাম মৃধার পরিচালিত ইলেক্ট্রনিক্স এর শো-রুম সিনথিয়া ইলেক্ট্রনিক্স আগুনে পুড়ে ছাই হয়। পটুয়াখালী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছে বলে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. ফিরোজ আহম্মেদ জানান। তিনি জানান রাত ৪.০৫ মিনিট সময় খবর পেয়ে আমাদের সহকারী পরিচালক মো. আব্দুল আলিম এর নেতৃত্বে ২ টি ইউনিট সদস্যরা আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে এবং দেড় ঘন্টায় আগুন সম্পূর্নভাবে নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছি। তদন্ত না করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমান নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ঐ এলাকার কাউন্সিলর এস এম মতিন মাহমুদ জাহিদ সিকদার জানান, শোরুমে ওয়ালটন ও র্যাংকস সহ বিভিন্ন কোম্পানীর প্রচুর ফ্রিজসহ ইলেক্ট্রনিক্সের কোটি টাকার সম্পদের ক্ষতি হয়েছে। শো’রুমের স্বত্ত্বাধিকারী সাদ্দাম মৃধা জানান, “আগুন আমাকে পথের ভিখারী করেছে। ওয়ালটনসহ বিভিন্ন কোম্পানীর শতাধিজ ফ্রিজ সহ অন্যান্য মালামাল ছিল আগুনে সব পুড়ে গেছে। এতে দেড় কোটি টাকা ক্ষতি হয়েছে।”