1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৬ মে ২০২৫, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন বাতিলের দাবিতে পটুয়াখালীতে ইমাম পরিষদের সংবাদ সম্মেলন  বাউফলে সেই সংঘ*র্ষে আ*হ*ত বৃদ্ধের অবশেষে মৃ*ত্যু পটুয়াখালীতে বিভিন্ন আয়োজনে মহান মে দিবস পালিত

পটুয়াখালীতে অ*গ্নিকা*ণ্ডে আইনজীবীর ৩টি ঘর পু*ড়ে ছাই

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ
  • প্রকাশিত: সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ পটুয়াখালী পৌরসভার ৫ নং ওয়ার্ডের সেন্টার পাড়া হিন্দু সমাজ গৃহের পিছনে সিনিয়র আইনজীবী চন্দন সমাদ্দারের বসতঘরসহ তিনটি ঘর ভয়াবহ অগ্নকান্ডে ভস্মিভূত হয়েছে। সোমবার দিবাগত গভীর রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

সিনিয়র আইনজীবী চন্দন সমাদ্দারের সহোদর গৌতম সমাদ্দারের স্ত্রী শিপ্রা সমাদ্দার জানান, রাত আনুমানিক আড়াইটায় হঠাৎ আগুনের সূত্রপাত ঘটে। শব্দ পেয়ে ঘুম ভেঙে যায়। তার পরিবার, ছোট দেবর অলক সমদ্দারের পরিবার দ্রুত ঘর থেকে বের হয়ে যান। আগুনের শিখা দেখে স্থানীয়রা ডাকাডাকি শুরু করেন এবং বাসাবাড়ি থেকে পানি এনে আগুন নেভানোর চেষ্টা চালান। পরে খবর পেয়ে পটুয়াখালী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এখানে অ্যাডভোকেট চন্দন সোমাদ্দারসহ তার আরো ছোট ২ ভাই সাংস্কৃতিক কর্মী গৌতম সমদ্দার ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী অলক সমাদ্দারের পরিবার থাকতেন। এডভোকেট চন্দন সমাদ্দার বর্তমানে চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন।

চন্দন সমদ্দারের ভাই গৌতম সমদ্দার বলেন, খালি পায়ে কোনরকম ঘর থেকে বের হতে পেরেছি, কোন কিছুই আগুন থেকে রক্ষা করতে পারি নাই, ঘরের সকল মালামাল জিনিসপত্র পুড়ে ছারখার হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ সবকিছু আগুনে পুড়ে গেছে কোন কিছুই আর নাই।

পটুয়াখালী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার দেওয়ান মোহাম্মদ রাজিব জানান, “ফোন পেয়ে আমাদের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে ঘরের সম্পূর্ণ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। তদন্ত শেষে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।”

এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত না হলেও গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যাওয়ায় বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন অ্যাডভোকেট চন্দন সমদ্দার ও তার পরিবার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট