মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: যেকোন প্রকার নৈরাজ্য ঠেকাতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর দুমকী উপজেলার প্রতিটি ওয়ার্ডের তৃণমূল পর্যায়ের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন থানা, ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে শৃঙ্খলা কমিটি করে দায়িত্বও পালন করছেন এসব নেতারা।
নেতাকর্মীদের চাঙ্গা রাখতে বুধবার (১৪ আগষ্ট) বিকেল ৫টার দিকে উপজেলার নতুন বাজারের আল মামুন সুপার মার্কেট এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। মিছিল শেষে দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এসময় দুমকী উপজেলা বিএনপির সভাপতি মো: খলিলুর রহমান বলেন, গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দায়িত্বশীল রাজনৈতিক দল হিসাবে বিএনপি সারা দেশে সজাগ রয়েছে। ১৫ই আগষ্টকে সামনে রেখে কেউ যাতে কোনো রকম অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে না পারে-এ ব্যাপারে আমরা প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছি।
দুমকী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল আলম মৃধা বলেন, দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে একটি গোষ্ঠী সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র করছে। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নেতাকর্মীরা এসব ঠেকাতে পাড়া-মহল্লায় পাহারা দিতে হবে।