মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করার সময় পটুয়াখালীর দুমকীতে জামায়াত ২ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আটক ওই দুই নেতা হলেন- মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী, জামায়াতের উপজেলা আমির ও মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা খায়ের এবং জামায়াতের উপজেলা সেক্রেটারি ও মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আব্দুস সালাম।
জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) উপজেলার দক্ষিণ রাজাখালীর গাবতলি গ্রামে বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন বর্জনের আহ্বান করে লিফলেট বিতরণ করছিলেন ওই ২ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে মাওলানা খায়ের মিথ্যাচার করে নিজেকে বাইতুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেন। একপর্যায় তিনি বলেন, আমি এ দেশের নাগরিক না? মতামত দেয়ার অধিকার আমার আছে না? আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের অধিকার আমরা প্রয়োগ করবো। পরে সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।
এদিকে সাংবাদিকদের হাতে থাকা অপর এক ভিডিওতে মাওলানা খায়ের বলেন, পাঙ্গাশিয়ার জালাল খানের নেতৃত্বে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি আরও দাবি করেন, সরকারি দল নির্বাচন করবে, বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। সুতরাং সেই কথাটার জন্য লিফলেট বিতরণ করছেন তারা।
এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোস্তফা সাউথ বিডি নিউজকে বলেন, বিষয়টি আমি অবগত আছি, প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, সংশ্লিষ্ট আইনে আটক করে আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।