1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা বিএনপির নতুন নেতৃত্বের বাউফলে অভিষেক, হাজারো নেতাকর্মীর সংবর্ধনা  বাউফলে ভূমি সেবা সহজিকীকরণে সহায়তা কেন্দ্র চালু উপকূলে বৃষ্টিপাত অব্যাহত, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ভোলায় প্রায় ৭ কোটি টাকার অ*বৈধ কারেন্ট জাল, পলিথিন, আ*তশবা*জি ও শুল্ক ফাঁকি দেওয়া বিদেশী সিগারেট জব্দ গৌরনদীর গাউছিয়া মাদ্রাসায় বৃক্ষরোপণ  গৌরনদীর বাটাজোড়ে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালী জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি ও সম্পাদককে অভিনন্দন জানিয়ে ছাত্রদলের মিছিল  বাউফলে পুকুর পাড় ও বনজ গাছ কেটে ধ্বংস সহ পুলিশের সামনে মা*রধ*রের অভিযোগ পটুয়াখালী আশরাফিয়া মাদ্রাসায় ৪১ কৃতি ছাত্রকে সংবর্ধনা দীর্ঘ ১৮ বছর পর হ*ত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি পটুয়াখালীর ঘুডু আরিফ গ্রেফতার

নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ: দুমকীতে জামায়াতের ২ নেতা আটক!

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ
  • প্রকাশিত: শনিবার, ৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ বার পড়া হয়েছে

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের আহ্বানে বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করার সময় পটুয়াখালীর দুমকীতে জামায়াত ২ নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক ওই দুই নেতা হলেন- মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী, জামায়াতের উপজেলা আমির ও মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা খায়ের এবং জামায়াতের উপজেলা সেক্রেটারি ও মুরাদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মাওলানা আব্দুস সালাম।

জানা যায়, শুক্রবার (৫ জানুয়ারি) উপজেলার দক্ষিণ রাজাখালীর গাবতলি গ্রামে বিকেল সাড়ে ৩ টার দিকে বাড়ি বাড়ি গিয়ে নির্বাচন বর্জনের আহ্বান করে লিফলেট বিতরণ করছিলেন ওই ২ নেতা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট হওয়া এ সংক্রান্ত একটি ভিডিওতে দেখা যায়, স্থানীয় লোকজন পরিচয় জানতে চাইলে মাওলানা খায়ের মিথ্যাচার করে নিজেকে বাইতুল আমান দাখিল মাদ্রাসার শিক্ষক হিসেবে পরিচয় দেন। একপর্যায় তিনি বলেন, আমি এ দেশের নাগরিক না? মতামত দেয়ার অধিকার আমার আছে না? আমাদের কথা বলার অধিকার আছে, আমাদের অধিকার আমরা প্রয়োগ করবো। পরে সন্দেহ ঘনীভূত হলে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়।

এদিকে সাংবাদিকদের হাতে থাকা অপর এক ভিডিওতে মাওলানা খায়ের বলেন, পাঙ্গাশিয়ার জালাল খানের নেতৃত্বে সংগঠনের সদস্যদের মাধ্যমে এ লিফলেট বিতরণ করছেন। এসময় তিনি আরও দাবি করেন, সরকারি দল নির্বাচন করবে, বিরোধী দল নির্বাচন বর্জন করেছে। সুতরাং সেই কথাটার জন্য লিফলেট বিতরণ করছেন তারা।

এবিষয়ে জানতে চাইলে মুরাদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সভাপতি মাওলানা মোস্তফা সাউথ বিডি নিউজকে বলেন, বিষয়টি আমি অবগত আছি, প্রথমে তাকে সাময়িক বরখাস্ত করা হবে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ আঃ হান্নান জানান, সংশ্লিষ্ট আইনে আটক করে আসামীদের কোর্টে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট