জালাল আহমেদ, পটুয়াখালীঃ পটুয়াখালীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন উপলক্ষে “নারীর প্রতি সহিংসতা রুখতে, গড়ে তোল একতা” এ শ্লোগান নিয়ে প্রতিরোধ পক্ষের শেষ দিন ১০ ডিসেম্বর আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগীতা এবং পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাদাবন সংঘের সহযোগিতায় জাগরনী মহিলা ফাউন্ডেশনের উদ্যোগে সদর উপজেলার মৌকরন আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে জাগরনী মহিলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোসাঃ কোহিনুর বেগম এর সভাপতিত্বে আলোচনা ও বিতর্ক প্রতিযোগীতায় প্রধান অতিথি ছিলেন মৌকরন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য পন্ডিত আঃ সত্তার প্যাদা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আব্দুল মালেক মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে “নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে গড়ে তোল একতা” এ বিষয়ের পক্ষে-বিপক্ষে প্রতিযোগীতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত সবাই নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে নিজেকে যুক্ত করতে এবং অন্যকে যুক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।