জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ গণঅধিকার পরিষদের সভাপতি ডাকসু'র সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের রক্তের বিনিময় অর্জিত নতুন বাংলাদেশে নব্য ফ্যাসিস্ট দেখতে চাই না। ক্ষমতার আগেই যারা দখলবাজি করে, মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে নিরাপদ ব্যক্তিদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে, তারা ক্ষমতায় আসলে কি করবে, তা আপনারা জানেন। আমরা গণঅধিকার পরিষদ এ রাজনীতি করি না, করবো না। কাউকে করতে দিবো না। ফ্যাসিস্ট হাসিনা সরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বন্ধ করতে আমার উপর অনেক অত্যাচার নির্যাতন করেছে। আমার উপর ২৫ বার হামলা হয়েছে। ডিজিএফআই দিয়ে ঔষধের কার্টুনে ১২ কোটি টাকা পাঠিয়েছিল। আমি তা প্রত্যাখান করেছি কোন আপোষ করিনি। আগামীতেও নতুন বাংলাদেশ বির্নিমানে কোন আপোষ করবো না।
আজ বৃহষ্পতিবার দুপুরে জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে জেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মো. নজরুল ইসলাম লিটু এর সভাপতিত্বে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুবেল আহমেদের উপস্থাপনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ বিষয়ক সম্পাদক সহিদুল ইসলাম ফাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহিদুল ইসলাম। আরও বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব মোঃ শাহ আলম শিকদার, সদর উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক আবুল কাসেম শাহিন, পৌর কমিটির সাধারণ সম্পাদক মোঃ কালাম সিকদার, যুগ্ম সদস্য সচিব আবু সাঈদ, জেলা যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তানভীর আহমেদ, অর্থ সম্পাদক রাজু আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন নির্যাতিত ২১ হিন্দু পরিবারের পক্ষে স্বপন কুমার খাসকেল, আরতী রানী, খোকন দে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত হৃদয় তরুয়ার বড় বোন রিতু তরুয়া প্রমুখ।
সভায় ভিপি নুর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কঠোর নিরাপত্তায় শারদীয় দুর্গাপূজা বিপুল আনন্দঘন ও শান্তিপূর্ন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। হিন্দু সম্প্রদায় সমান অধিকার নিয়ে নিরাপদে বসবাস করতে পারে তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর আছে। যারা হিন্দু সম্প্রদায়ের জমা জমি অবৈধভাবে দখল করতে চায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সভায় উপস্থিত ২১ হিন্দু পরিবারকে আশ্বস্ত করে বলেন, আপনাদের জমি অবৈধভাবে কোন ব্যক্তি বা গোষ্ঠী দখল করতে পারবে না। দখলদার যেই হোক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ভিপি নুরুল হক নুর নির্বাচন প্রসঙ্গে বলেন, আমি ভাল হলে আমাকে ভোট দিবেন, আমার চেয়ে ভাল হলে তাকে ভোট দিবেন।