1. info@www.southbdnews24.com : 𝐒𝐨𝐮𝐭𝐡 𝐁𝐃 𝐍𝐞𝐰𝐬 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
রহস্যময় ঐতিহ্যবাহী শাহ সূফী হযরত ইয়ারউদ্দীন খলিফা (রঃ) মাজার ও জীবনী পটুয়াখালীতে কৃষি কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবীতে কৃষক-কৃষানীদের মানববন্ধন পটুয়াখালীতে গণধ*র্ষণে*র শিকার এক তালাকপ্রাপ্তা মহিলা বাউফলে দু*র্বৃত্তের দেয়া আ*গুনে পু*ড়ে ছাই গরু-ছাগলসহ অর্ধশত হাঁস-মুরগি পটুয়াখালীতে বিয়ে নিয়ে কথা কা*টাকা*টি; সংঘ*র্ষে নিহ*ত-১; গ্রে*ফতার-১ বাউফলে খেড়ের কুড়ের পাশে নিখোঁজ যুবকের লা*শ পটুয়াখালীতে হেফাজতে ইসলামের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ভূমি উপ-সহকারি বাপ্পির মৃত্যুতে দোয়া ও স্মরনসভা অনুষ্ঠিত  বাউফলে সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ ‘বাউফল সাংবাদিক ক্লাব’ এর কার্যালয়ের শুভ উদ্বোধন

“ধর্ম যার যার, মানবতা সবার” -এম জহির উদ্দিন স্বপন

বি এম বেলাল, গৌরনদী, বরিশালঃ
  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ৯৬ বার পড়া হয়েছে

বিএম বেলাল, গৌরনদী, বরিশালঃ বরিশালের গৌরনদীতে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য এম. জহির উদ্দিন স্বপন।

সোমবার দুপুরে গৌরনদী বন্দরে র‌্যালি পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের তিনি বলেন, ধর্ম যার যার, মানবতা সবার। সদ্য সাবেক স্বৈরাচারী সরকারের দোষররা বসে নেই। তারা একের পর ষড়যন্ত্র করেই যাচ্ছেন। তারা আমাদের মধ্যে সাস্প্রদায়িক বিভেদ তৈরি করতে মরিয়া হয়ে উঠেছে। রাতের অন্ধকারে ওইসব ষড়যন্ত্রকারীরা মন্দির, মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপসানালয়ে আক্রমন করে দেশের মধ্যে অস্থিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আপনারা প্রতিটি মন্দির ও ধর্মীয় উপসনালয়কে পাহাড়া দিয়ে রাখবেন। সবচেয়ে জঘন্য হচ্ছে ধর্মের ভিত্তিতে ভাগাভাগি করার চক্রন্তাকারীরা। যারা হিন্দু-মুসলমান-বৌদ্ধ-খ্রীষ্টানদের আলাদাভাবে ভাগ করতে চায় তারা হলেন মানবতার শত্রু।

এ সময় নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে করে সাবেক এ সংসদ সদস্য বলেন, আমাদের দলের মধ্যে যারা ভুলভ্রান্তি পদক্ষেপ নেয়। তাদেরকে সতর্ক করে বলতে চাই, বিগত ১৫ বছরে আওয়ামী লীগের ভুলের কারনে আজ তাদের করুন পরিণতি ভোগ করতে হয়েছে। শেখ হাসির ভুলের কারনে আওয়ামী লীগ শুধু নিজেই ডুবে নাই অন্যান্য নেতা কর্মীদেরও ডুবিয়েছে। তাই আমাদের কোন ভুলের কারনে যদি জনগনের আশা-আকাঙ্খা ক্ষতিগ্রস্থ হয় সে বিএনপির কর্মী হলেও তাকে ছাড় দেওয়া হবেনা।

এ সময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম-আহবায়ক বদিউজ্জামান মিন্টু, সফিকুর রহমান শরীফ স্বপন, দুলাল রায় দুলুসহ অন্যান্যরা।

আলোচনা সভা শেষে র‌্যালিতে সনাতন ধর্মের সহস্রাধিক অনুসারীরা অংশগ্রহন করেন। এরপরে একই দিন বিকালে টরকী বন্দর বনিক সমিতির সাবেক সভাপতি শাহজাহান শরিফের সভাপতিত্বে বন্দর ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, জাকির শরীফ, ব্যবসায়ী ভজন কুন্ডু ও শিশির কুমার কুন্ডু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট