জালাল আহমেদ, প্রধান প্রতিবেদকঃ "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এ শ্লোগানকে ধারন করে তারুন্যের উৎসব -২০২৫ এর কনসেপ্ট নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যোগ্য নাগরিক গড়ে তোলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ধরান্দী বন্দরের ধরান্দী ক্যাডেট একাডেমীর ১১তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
২০ ফেব্রুয়ারী বৃহষ্পতিবার সকাল সাড়ে ৮ টায় ধরান্দী ক্যাডেট এ্যাকাডেমী ও ধরান্দী কৃষি প্রযুক্তি ইনস্টিটিউট এর প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ এ.কে আব্দুল ওহাব খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন পটুয়াখালী সদর উপজেলার ৫ নং কমলাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আঃ ছালাম মৃধা। একাডেমীর ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাঃ মোয়াজ্জেম হোসেন খান লিটনের উপস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধরান্দী ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমীন, পুলিশ পরিদর্শক (এসবি ঢাকা) মো. মনিরুল ইসলাম, আকস ও জেলা স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের সভাপতি মো. দেলোয়ার হোসেন।
দিনভর ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনায় ছিলেন সহকারি শিক্ষক মো.ফরহাদ খান, সহ. শিক্ষক মো. মিজানুর রহমান, সহঃ শিক্ষক আফরোজা বেগম, সহঃ শিক্ষক মো. জাকির হোসেন, সহঃ শিক্ষক মিল্টন রায়, সহঃ শিক্ষক শিপ্রা রানী ধর, সহকারী শিক্ষক মো.ইমরান, সহঃ শিক্ষক নাসরিন আক্তার ও আঃ রহমান।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার দ্বিতীয় দিন ২১ ফেব্রুয়ারী সকালে প্রভাতফেরী শেষে বিকেল ৪ টায় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার আয়োজন রয়েছে বলে অনুষ্ঠানের সভাপতি এ.কে আব্দুল ওহাব খান জানান।