• বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার পটুয়াখালীতে তিন প্রার্থীর জন্য হাতপাখায় ভোট চাইলেন চরমোনাইর পীর সৈয়দ ফয়জুল করিম চাঞ্চল্যকর হ*ত্যা মামলার প্রধান আসামী পলাতক গোবিন্দ ঘরামী র‍্যাবের হাতে গ্রে*ফতা*র বরগুনায় জাকের পার্টির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত বাউফলে সরকারি যাত্রীছাউনি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ প*রকি*য়া প্রেমে বাঁধা দেয়ায় স্বামীকে বি*ষ খাইয়ে হ*ত্যা; প্রধান অভিযুক্ত আকলিমা ও কথিত প*রকি*য়া প্রেমিক নেসার র‍্যাব এর হাতে গ্রে*ফতা*র সাংবাদিক আব্দুস সালাম আরিফের পিতার জানাজায় মানুষের ঢল পটুয়াখালীতে সাতাঁর প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত  যে ইউনিয়ন পরিষদে ২০ বছরেও বসেনি কোনো চেয়ারম্যান-মেম্বার, তবে অ*পক*র্মের রাজ্যস্থল বাউফলে মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে জনসচেতনামূলক সভা অনুষ্ঠিত

দুমকী থেকে উপহার নিয়ে বন্যার্তদের পাশে শিক্ষার্থীরা

মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালীঃ / ১৯৫ বার পড়া হয়েছে
Update : বৃহস্পতিবার, ০২ অক্টোবর ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন

মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: দেশে চলমান বন্যার্ত লোকজনের জন্য খাদ্য সামগ্রী নিয়ে পটুয়াখালীর দুমকী উপজেলার সাধারণ শিক্ষার্থীদের একটি দল লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছে।

গতকাল রাত সাড়ে ১০ টার দিকে ৩’শত বন্যার্ত পরিবারের জন্য শুকনা খাবারের প্যাকেট নিয়ে একটি ট্রাক যোগে রওনা করা হয়েছে। প্রতি প্যাকেটে রয়েছে চাল, ডাল, আলু, চিড়া, পানি, ইত্যাদি। এছাড়াও গনচুলা তৈরি করে রান্না করা খাবার আগামী ৭ দিন বন্যার্তদের মাঝে বিতরণ করা হবে।

৭ সদস্য বিশিষ্ট টিমে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন আমিনুল ইসলাম ইফতি, আমিনুল ইসলাম মৃধা, রায়হানুল ইসলাম, বায়েজিদ, আরাফাত, আশিক, নাইম প্রমুখ।

জানা যায়, দুমকি উপজেলার সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে কয়েকটি টিমে বিভক্ত হয়ে উপজেলার বিভিন্ন স্থানের সর্বস্তরের লোকজনের কাছ থেকে অনুদান সংগ্রহ করে তারা। এতে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা এবং ৫০০’শত কেজি চাল, ব্যবহার উপযোগী কাপড়, ঔষধ, স্বাস্থ্য বিষয়ক স্যানিটারি ন্যাপকিনসহ বিভিন্ন উপকরণ দিয়ে সহয়তা করছে উপজেলাবাসী।

এসব শিক্ষার্থীরা জানান, বন্যার্তদের সহায়তার জন্য উপজেলাবাসীর কাছে দ্বারস্থ হলে কেউ খালি হাতে ফেরায়নি। সকলেই যে যা পেরেছে তা দিয়ে সহয়তা করেছে। আসলে সকলের ঐক্য নিয়ে কাজ করলে সে কাজ অতি সহজ হয়।

সকলের দোয়া ও শুভকামনা চেয়ে শিক্ষার্থীরা আরও বলেন, আমাদের এ শ্রম যেন আল্লাহ কবুল করেন। আগামীতেও দেশের যে কোন দুর্যোগে দুমকী উপজেলার সাধারণ শিক্ষার্থীরা সকলের পাশে থাকবে।


আরও খবর পড়ুন: