মো: রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দুমকী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাবেরা আজিজ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, উপজেলা স্কুল ও কলেজ শিক্ষক সমিতি এবং উপজেলা শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক জাকির হোসেন খান(৫৫) এর জানাজা সম্পন্ন হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর ) বেলা ১১টায় দুমকী আপতুন নেসা খাতুন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে দুমকী উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন মাহমুদ, মাওলানা মোনতাজ উদ্দিন খান, উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার সাধারণ মানুষের ঢল নামে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
উল্লেখ্য, শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পটুয়াখালী সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি——- রাজিউন)। তিনি দীর্ঘ দিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। তাঁর মৃত্যুতে দুমকী উপজেলার বিভিন্ন সংগঠন থেকে শোক জানানো হয়েছে।