মো. রিয়াজুল ইসলাম, পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনা উপজেলার মোঃ রুবেল মাতুব্বর(৩০) নামে এক কারবারিকে আটক করেছে দুমকী থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার(২৪ জানুয়ারি) বেলা ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব দেবনাথ সঙ্গীয় অফিসার ফোর্সসহ থানা ব্রিজ এলাকা থেকে রুবেলকে ৪ কেজি গাঁজাসহ আটক করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেক মোহাম্মদ হান্নান সাউথ বিডি নিউজকে বলেন, তার নামে সংশ্লিষ্ট আইনে দুমকী থানায় মামলা হয়েছে। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর এবং আমাদের এ অভিযান চলমান থাকবে।
প্রসঙ্গত, আটক ওই কারবারির গ্রামের বাড়ি দশমিনা উপজেলার পশ্চিম লক্ষীপুর (মাঝিবাড়ী) এলাকায়। সে মৃত. ইউনুস মাতুব্বরের ছেলে।